![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/na-2009131300.jpg)
জমি লিখে নিয়ে বৃদ্ধ বাবা-মাকে ঘর ছাড়া করলেন ছেলেরা
সম্পত্তি লিখে নিয়ে ৭০ বছরের বৃদ্ধ বাবা জামেরুল ও মা রাশেদাকে ভরণপোষণ বন্ধ করে দিয়েছিল তিন ছেলে।
শুধু তাই নয় খাবার চাওয়ার অপরাধে ওই বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে তিন ছেলের বিরুদ্ধে। ছেলেদের নামে জমি লিখে দেয়ার কারণে বৃদ্ধ-বাবা মার থাকার ঘরটিও ভেঙে নিয়ে গেছেন মেয়ে।