লেমনগ্রাস খাওয়ার উপকারিতা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩২
থাইপাতা হিসেবে পরিচিত লেমনগ্রাস আমাদের দেশে সাধারণত থাই সুপ তৈরিতে ব্যবহার করা হয়। ঘাস খাও’- কথাটা ব্যঙ্গাত্মক অর্থে বুদ্ধিহীনতার উদাহরণ হিসেবে ব্যবহার হলেও লেমনগ্রাস বা থাই পাতা খাওয়া কিন্তু মোটেই বোকার পরিচয় নয়।
থাই সুপ তৈরিতে এই পাতা ব্যবহার করা হয়। তাই লেমনগ্রাস আমাদের কাছে থাই পাতা নামে পরিচিত। এর সুগন্ধ মনকে সতেজ রাখতে সহায়তা করে।
শুধু তাই নয়, এর রয়েছে নানান উপকারী গুণ। পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় পুষ্টিবিদ ও খাদ্য পরিকল্পক গরিমা গোয়ালের দেওয়া ভেষজ উপাদান হিসেবে লেমনগ্রাস খাওয়ার উপকারিতা সম্পর্কে জানানো হল।
- ট্যাগ:
- লাইফ
- লেমন গ্রাস
- উপকারিতা
- বুদ্ধিমত্তা