হাত স্যানিটাইজ করে ডাকাতি!

ডেইলি বাংলাদেশ উত্তর প্রদেশ প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৪

মানুষ এখন অনেক সচেতন। কাজ শুরুর আগে হাত সাবান দিয়ে ধোয়া বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা অনেকটাই অভ্যাসে পরিণত হয়েছে। সম্প্রতি ডাকাতির আগেও স্যানিটাইজার দিয়ে হাতকে জীবাণুমুক্ত করে নেয়ার মতো এক বিস্ময়কর ঘটনা ঘটেছে।
শুক্রবার ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে এক জুয়েলারির দোকানে এ ঘটনা ঘটে। দোকানটিতে থাকা সিসিটিভির এক ফুটেজে অভিনব এ ডাকাতির বিষয়টি ধরা পড়ে।

ভিডিওটিতে দেখা গেছে, দোকানটিতে প্রবেশ করে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিলেন মাস্ক পরা তিন যুবক। হাত পরিষ্কার করা শেষে ব্যাগটি থেকে পিস্তল বের করতে দেখা যায় তাদের। এক মিনিটেরও কম সময়ে দোকানটির ক্যাশে থাকা ৩০ থেকে ৪০ হাজার রুপি ও ৪০ লাখ রুপি সমমূল্যে গহনাও ব্যাগে ভরে নিয়ে যায় তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও