![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/13/154007_bangladesh_pratidin_Bagerhat--Photo---1-(-13_-08.jpg)
মোংলায় বিপুল পরিমান অবৈধ লুবওয়েলসহ আটক ৩
মোংলা উপজেলার পশুর নদীর সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯৫০ লিটার অবৈধ লুবওয়েলসহ তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া ৩৯ টি ড্রাম, একটি মেশিন বোট, সোলার প্যানেল ও গ্যাস চুলাসহ ৩ জনকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। আজ সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বাগেরহাটের মোংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামের মো. নিয়ামুল (২২), একই উপজেলার জয়বাংলা গ্রামের রফিকুল (২৫) ও হারুন হাওলাদার (৩৫)। আটককৃত মালামালসহ তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।