অরিগন দাবানলের পেছনে হাত রয়েছে ডানপন্থী গোষ্ঠী ও বামপন্থী দলের – এমন মিথ্যা দাবি করা পোস্ট মুছে দেওয়া শুরু করেছে ফেইসবুক। এ ধরনের গুজবের কারণে সরকারি কর্মকর্তারা অযাচিত প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন-- শনিবার এক ফেইসবুক মুখপাত্র এমন কথা বলেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
এ ধরনের তথ্যের আদৌ যে কোনো ভিত্তি নেই, এ সপ্তাহের শুরু থেকে সরকারি কর্মকর্তারা সেটি প্রমাণ করার চেষ্টা করেছেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। শুরুতে ফেইসবুকও এ ধরনের পোস্টে শুধু সতর্কতা লেবেল যোগ করছিল।
পরে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী ফেইসবুককে জানায়, অগ্নি নির্বাপনের জনশক্তি জনসাধারণকে রক্ষায় ব্যবহার করতে হচ্ছে তাদের। টুইটারে এক বিবৃতিতে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন মুখপাত্র অ্যান্ডি স্টোন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.