বিশুদ্ধ পানির ‘গজনী দিঘী’, ২৫০ বছরেও শুকায়নি পানি
সুলতানী আমলের নিদর্শন গজনী দিঘী। বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে অবস্থিত এই দিঘী। প্রতি বছর গজনী মেলা মিলতো এখানে। বাতাস ফকিরের আস্তানায় হাজার হাজার মানুষ আসতো কল্যাণের আশায়। কেউবা দিঘীতে গোসল দিতেন, কেউবা মাছকে দিতেন খাবার। সেই আদিকোল থেকে এখনো পর্যন্ত দিঘীর পানি শুকায়নি। ঐতিহ্যের সেই নিদর্শন এখন বেহাত হওয়ার পথে। দিঘীর পাড় দখলে দীর্ঘদিন একটি মহল ছিল মরিয়া। এবার তারা এটি লিজ নিয়ে সম্পূর্ণ দখলের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মুসলিম নির্দশন
- গজনী দিঘী