‘টাকা দুর্বল হওয়ায় সোনার দাম বাড়াতে বাধ্য হয়েছি’
প্রথম আলো
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৯
দেশের বাজারে গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগছে ৭৪ হাজার ৮ টাকা। ডলারের বিপরীতে টাকার বিনিময় হার কিছুটা দুর্বল হওয়ার যুক্তি দেখিয়ে সোনার দাম বাড়ানো হয়েছে।
জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘করোনার আগে প্রতিদিন ব্যাগেজ রুলসের আওতায় ছয় হাজার থেকে আট হাজার ভরি সোনা দেশে আসত। কিন্তু করোনাকালে সেটি শূন্যের কোটায় নেমে যায়। তবে সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চলতে শুরু করায় বর্তমানে প্রতিদিন দুই হাজার থেকে আড়াই হাজার ভরি সোনা আসছে। সরবরাহ ভালো থাকলেও শুধুমাত্র ডলারের বিপরীতে টাকার বিনিময় হার দুর্বল হওয়ায় সোনার দাম বাড়াতে বাধ্য হয়েছি আমরা।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে