ফোয়ারার নীচে পোঁতা মেয়রের হৃৎপিণ্ড!
ফোয়ারার তলায় মাটিতে সযত্নে রাখা আছে হৃৎপিণ্ড - এতদিন শুনে কেউ বিশ্বাস না করলেও অবশেষে সত্য প্রমাণিত হয়েছে৷ এমনটাই ঘটেছে বেলজিয়ামের একটি শহরে৷
বেলজিয়ামের ভেরভিয়ে শহরের প্রথম মেয়র ছিলেন পিয়ের ডেভিড৷ প্রথমে ১৮০০ থেকে ১৮০৮ ও পরে ১৮৩০ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত মেয়র ছিলেন তিনি৷
১৮৩৯ সালে একটি উঁচু বাসার ছাদ থেকে পড়ে মারা যান তিনি৷ তাঁর মৃত্যুর তিন দিন পর, তাঁর পরিবারের মতানুসারে, পিয়ের ডেভিডের হৃৎপিণ্ড সরিয়ে রাখা হয় পরে স্মারক গঠনের উদ্দেশ্যে৷ ডেভিডের স্মৃতিতে একটি ফোয়ারা তৈরি হয় ‘ফন্টেন ডেভিড' নামে৷
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মেয়র
- হৃৎপিণ্ড
- ফোয়ারা
- পুঁতে রাখা