গুগল সার্চের তথ্য দিয়ে চিহ্নিত করা গেল কভিড হটস্পট
প্রয়োজনীয় অন্যান্য তথ্যের পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যার সমাধানও বহু মানুষ গুগলে খোঁজেন। এই প্রবণতা নতুন নয়। কিন্তু এই সার্চ প্রবণতা পর্যবেক্ষণ করেই বিজ্ঞানীরা নিখুঁতভাবে করোনাভাইরাস হটস্পট চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। কভিড-১৯ মহামারীর হটস্পট চিহ্নিত করতে এই কৌশলটি কীভাবে ব্যবহার করা যায় সেটি নিয়ে সম্প্রতি একটি মেডিক্যাল জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের গবেষকরা দেখেছেন, যেসব এলাকার মানুষ বেশি বেশি পেটের সমস্যার বিষয়ে জানতে বা সমাধান পেতে ইন্টারনেটে সার্চ করেছেন সেসব এলাকায় পরবর্তীতে কভিড-১৯ এর প্রাদুর্ভাব বেশি দেখা গেছে। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে কোনো মহামারীর আগাম সতর্কবার্তা দিতে এই পদ্ধতিটি ব্যবহার করা যেতে পারে।