![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/13/95dbc85105031bc0686d2cc283d424ae-5f5dbb9f9eff8.jpg?jadewits_media_id=688281)
অ্যাতলেতিকোর কোচও করোনায় আক্রান্ত
নতুন মৌসুমের শুরুতে ধাক্কা খেলো অ্যাতলেতিকো মাদ্রিদ। এবার করোনায় আক্রান্ত হয়েছেন স্প্যানিশ ক্লাবটির কোচ ডিয়েগো সিমিওনে। করোনা পজিটিভ হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৫০ বছর বয়সী এই কোচ।
মৌসুম শুরুর আগে সর্বশেষ সোমবার দলের অনুশীলনে ছিলেন সিমিওনে। তবে ভাইরাসে সংক্রমণের পর থেকে এখন পুরোপুরি নির্বাসনেই আছেন তিনি। কোয়ারেন্টিনের এই সময়টায় তাকে সামাজিক দূরত্বের বিধি পুরোপুরিই মেনে চলতে হবে।