বিকল্প কর্মসংস্থান জুটছে না, ধারদেনাই ভরসা
খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি জুট মিলের স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের মানবেতর জীবন কাটছে। করোনার প্রাদুর্ভাবের কারণে বিকল্প কর্মসংস্থান জুটছে না। পুরুষ শ্রমিকরা বাদাম বিক্রি, সবজি বিক্রি করলেও নারী শ্রমিকদের অবস্থা আরও খারাপ। বাসাবাড়ি, হোটেল বা ছাত্রাবাসে মিলছে না কাজ। যার ফলে ধারদেনার ভরসা করেই চলছে দিনকাল। এদিকে শ্রমিক নেতাদের দাবি, সরকার খুলনার প্রায় ৪০ হাজার শ্রমিকের বিষয় চিন্তা করে মিলগুলো অবিলম্বে চালু করুক।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কর্মসংস্থান
- জুটমিল শ্রমিক
- ধারদেনা