মুদি দোকানের মধ্যে ষোড়শীকে ধর্ষণ করল ৬০-র বৃদ্ধ, সঙ্গী আরও তিন
পঞ্জাবের পাতিয়ালায় মুদিখানার মশালাপাতি আনতে গিয়ে গণলালসার শিকার হল ১৬-র এক কিশোরী। মুদিখানার মধ্যে জোর করে আটকে রেখে ওই ষোড়শীকে গণধর্ষণ করার অভিযোগ উঠছে। কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনায় জড়িত চার জনের মধ্যে তিন জনই গ্রেফতার হয়েছে। ধৃতদের বয়স ১৮ থেকে ২৮-এর মধ্যে। বাকি একজনের বয়স ৬০।
পুলিশ সূত্রে খবর, ধর্ষণের এই ঘটনাটি ঘটেছে অগস্টে। মুদিখানার মালপত্র আনতে গেলে, জোর করে কিশোরীকে দোকানের ভিতরে ঢুকিয়ে ধর্ষণ করা হয়। অভিযুক্তদের মধ্যে একজন ওই মুদি দোকানের মালিক। ঘটনার কথা কাউকে জানালে, ফল ভালো হবে না বলে তারা শাসায় ওই কিশোরীকে। ভয়ে বাড়িতে এসে ঘটনার কথা গোপন করে গিয়েছিল ওই কিশোরী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.