![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Sep/12/1599922934492.jpg&width=600&height=315&top=271)
তিতাস গ্যাসের অবহেলায় মানুষ পুড়ে ছাই হয়েছে: মুফতি সৈয়দ ফয়জুল করীম
নারায়ণগঞ্জে সরকারের ভুল পলিসি ও তিতাস গ্যাসের অবহেলার কারণে নামাজরত মুসল্লিরা পুড়ে ছাই হয়ে গেছে। অথচ সরকারের মন্ত্রী-এমপিরা বক্তব্য দেয়, মসজিদ অবৈধ। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল চাঁদমারী এমসি অডিটরিয়ামে অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগর কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এসব কথা বলেন।