গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৩ ও নারী ১১ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ৭০২ জনে। গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে তিন বিভাগে (বরিশাল, সিলেট ও রংপুর) করোনায় কোনো রোগী মারা যায়নি। মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭, চট্টগ্রামে সাত, রাজশাহীতে পাঁচ, খুলনায় চার এবং ময়মনসিংহ বিভাগের একজন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯২টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৯৮টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৭২৩টি নমুনা পরীক্ষা করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.