প্রাথমিক চিকিৎসাসেবা কমায় মৃত্যুঝুঁকি
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৬
প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক প্রাথমিক চিকিৎসা দিবস বা ফার্স্ট এইড ডে। সে হিসেবে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দিবসটি পালন করা হচ্ছে।
প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড চিকিৎসার মূল উদ্দেশ্য হচ্ছে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে মৃত্যু কমিয়ে আনা। তবে আমাদের দেশে ফার্স্ট এইড বক্স পরিচিত হলেও কী করে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় সে সর্ম্পকে ধারণা নেই অনেকেরই। অথচ সংকটের সময়ে মানুষকে বাঁচাতে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য দরকার জনসচেতনতা। প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ যদি থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে তার উপকার পাওয়া সম্ভব। এটি জীবন রক্ষায় সহায়ক ভূমিকা পালন করতে পারে, সামলানো যায় রোগী।