You have reached your daily news limit

Please log in to continue


রোহিঙ্গা গণহত্যায় আরো দুই মিয়ানমার সেনার স্বীকারোক্তি

মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিবাসী রোহিঙ্গা মুসলিমদের গণহত্যায় মিয়ানমারের সেনাবাহিনীর জড়িত থাকার কথা স্বীকার করেছে দেশটির আরো দুই সেনা সদস্য। আন্তর্জাতিক গণমাধ্যমে দুই সেনার আলোচিত জবানবন্দি প্রকাশের পর পাওয়া গেছে নতুন ভিডিও ফুটেজ। ফুটেজটিতে দেখা যায়, আগের দু’জনসহ একসঙ্গে চার সেনা সদস্য রোহিঙ্গা হত্যাযজ্ঞের বর্ণনা দিচ্ছেন। এক সেনা সদস্য তার স্বীকারোক্তিতে বলেন, মিয়ানমারের সামরিক কর্মকর্তারা বলতেন, এই দেশে ভিন্ন নৃগোষ্ঠীর সবাই দাস। জানা গেছে, নতুন দুই সেনা সদস্যও জবানবন্দি দেবেন আন্তর্জাতিক অপরাধ আদালতে। তারা হলেন- চ্যাও মিও অং এবং পার তাও নি। এর আগে স্বীকারোক্তি দিয়েছিলেন জ নাইং তুন ও মায়ো উইন তুন। মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যার জবানবন্দি দিয়ে গেল সপ্তাহে অনেকটা চমক হয়ে দৃশ্যপটে আসেন তারা। তুলে ধরেন রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞের বিস্তারিত বিবরণ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন