You have reached your daily news limit

Please log in to continue


ট্রেনিংয়ে ফিরে ‘খুশি’ করোনা নেগেটিভ নেইমার

শিরোপার খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে নেইমারকে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হারতে হয়েছিল তার দল প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। দীর্ঘ ধকলের পর দলের কয়েকজনকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে পড়তে হয় বিপাকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রাজিলের পোস্টার বয়। সুস্থ হয়ে ফিরেছেন অনুশীলনেও। নেইমারের সঙ্গে স্পেনের ইবিজা দ্বীপে যাওয়াদের মধ্যে সবার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অ্যাঞ্জোলো ডি মারিয়া ও লিয়ান্দ্রো পেরেদেজ। এরপর সামনে আসে নেইমার মাউরো ইকার্দি ও কেইলর নাভাস ও মার্কুইনহোসের আক্রান্তের বিষয়টি। সব শেষে খবর অনুযায়ী করোনার থাবা বসেছে কিলিয়ান এমবাপের উপড়েও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন