করোনার তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাল
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বেড়েই চলছে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতির পরিমাণ। পরিস্থিতি অপরিবর্তিত থাকায় চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই তা বেড়ে রেকর্ড তিন ট্রিলিয়ন (তিন লাখ কোটি) মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা ২০০৯ সালের বাজেট ঘাটতির তুলনায় দ্বিগুণ।
মার্কিন রাজস্ব বিভাগ জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ছয় ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। এর মধ্যে দুই ট্রিলিয়ন ডলারই ছিল করোনা নিয়ন্ত্রণ কর্মসূচিতে।
ফলে এরইমধ্যে তিন ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতির মুখে পড়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি। তবে সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক মহামারি শুরু হওয়ার আগে থেকেই অন্তত এক ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতির পথে ছিল যুক্তরাষ্ট্র। পরে করোনার ধাক্কায় রীতিমতো বিস্ফোরণ ঘটে এ সংকটের।