![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F57748269-15cc-4657-b007-f209f54b6ec1%252FJamalpur.jpg%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ব্রহ্মপুত্রের ভাঙনে দুই শতাধিক বসতভিটা বিলীন
ব্রহ্মপুত্রের প্রবল ভাঙনে বিলীন পৈতৃক ভিটেমাটি, জায়গাজমি। সব হারিয়ে দিশেহারা ফরিদা বেগম। সন্তানদের নিয়ে ঠাঁই নিয়েছেন প্রতিবেশী দেলবানুর বাড়ির উঠানে। এক মাসের ব্যবধানে রাক্ষুসে ভাঙন দেলবানুর ভিটা পর্যন্ত পৌঁছে গেছে। দু-এক দিনের মধ্যে এই ঘরও নদের গর্ভে চলে যাবে। তিন বছর ধরে এমন করুণ অবস্থা প্রতিটি পরিবারের।
জামালপুরের মেলান্দহ উপজেলায় দুরমুট ইউনিয়নের চরহাতিজা গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনের শিকার হয়ে তিন বছরে দুই শতাধিক পরিবার বসতভিটা হারিয়েছে। পরিবারগুলো সবকিছু হারিয়ে আত্মীয় বা অন্যের বাড়ির উঠানে আশ্রয় নিয়েছেন।