You have reached your daily news limit

Please log in to continue


পুলিশে খারাপ লোকের দরকার নেই

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, ‘পুলিশের সদস্যদের বলছি, বাহিনীতে খারাপ লোকের কোনও দরকার নেই। মাদকাসক্ত, দুর্নীতিবাজ–কারোর স্থান নেই পুলিশে। এসব যদি করতে হয়, তাহলে পুলিশ বাহিনীতে থাকার দরকার নেই। এমনকি পুলিশের কোনও সদস্যদের বিরুদ্ধে যদি কোনও ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলে পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার বলেন, ‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ঢেলে সাজাতে চাই। সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ বাহিনী চাই। যাতে মানুষের দোর গোড়ায় পুলিশিং ব্যবস্থা পৌঁছে দিতে পারি। যাতে রাজশাহীর মানুষ নির্বিঘ্নে ও নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মহোদয় এ বিষয়ে আমাদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন