শিশু ধর্ষণের মেডিকেল রিপোর্ট পরিবর্তনের অভিযোগ
নড়াইলের উজিরপুর এলাকায় চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় মেডিকেল রিপোর্ট পরিবর্তনের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উজিরপুর এলাকাবাসীর আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেডের সহযোগিতায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড প্রতিষ্ঠাতা রাসেল বিল্লাহ, শিশুর বাবা কাতেবর মোল্যা ও উজিরপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান খন্দকার।
বক্তারা বলেন, ওই শিশুকে হাসপাতালে ভর্তির সময় কর্তব্যরত ডাক্তার অভিজ্ঞ মহিলা নার্চের সহযোগিতায় প্রাথমিক পরীক্ষা শেষে ধর্ষণের আলামত আছে বলে জানান। কিন্তু পরবর্তীতে তড়িঘড়ি করে ধর্ষক অপু বিশ্বাসের বাবার অর্থের জোরে হাসপাতাল থেকে ধর্ষণের রিপোর্ট পরিবর্তন করে দেয়া হয়। অবিলম্বে এ সঠিক রিপোর্ট না দেয়া হলে এ ব্যাপারে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও মানববন্ধনে জানানো হয়।