You have reached your daily news limit

Please log in to continue


দাবানলে ঘরছাড়া হওয়ার শঙ্কায় ৫ লাখ মার্কিনি

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে এখনও নিয়ন্ত্রণভাবে বেড়ে চলেছে নজিরবিহীন দাবানল। ইতোমধ্যেই সেখানে আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। প্রাণ বাঁচাতে শুধু ওরেগন অঙ্গরাজ্যেই ৪০ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলক ঘরছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এভাবে আশ্রয় হারানোর ঝুঁকিতে রয়েছেন পশ্চিমাঞ্চলের আরও পাঁচ লক্ষাধিক মানুষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এবারের দাবানলের সবচেয়ে বড় ভুক্তভোগী ওরেগন। ইতোমধ্যেই সেখানকার কয়েক হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুধু চলতি সপ্তাহেই অঙ্গারাজ্যটিতে আগুনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে স্থানীয় গভর্নর কেট ব্রাউন জানিয়েছেন, সেখানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এ অঞ্চলের তিনটি কাউন্টিতে এখনও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। বিপদ এখানেই শেষ নয়। দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় ঢেকে আছে দেশটির উত্তরাঞ্চলের বিশাল এলাকা। ফলে গোটা আকাশ লাল-কমলা বর্ণ ধারণ করে সৃষ্টি করেছে এক রহস্যময় পরিবেশ। দেখতে সুন্দর হলেও এমন আবহাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়। ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটনের বেশ কিছু এলাকায় ধোঁয়ার কারণে সৃষ্ট দূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। আবহওয়া পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পার্পলএয়ারের তথ্যমতে, দুই পাশে বিশাল দু’টি অগ্নিকাণ্ডের মাঝে পড়া ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরের বায়ুদূষণ বিশ্বের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পৌঁছেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে শহরটির স্কোর দাঁড়িয়েছে ৫৯২ পয়েন্ট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন