ভেনেজুয়েলায় তেল পরিশোধনাগারের কাছে অস্ত্রসহ ‘মার্কিন গুপ্তচর’ আটক
মার্কিন নিষেধাজ্ঞার মুখে চরম জ্বালানি সংকটে ভোগা ভেনেজুয়েলায় একটি তেল পরিশোধনাগারের কাছ থেকে যুক্তরাষ্ট্রের এক গুপ্তচরকে আটক করা হয়েছে। এসময় তার কাছে অত্যাধুনিক অস্ত্র ও বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে। শুক্রবার স্থানীয় টেলিভিশনে সরাসরি প্রচারিত ভাষণে এ তথ্য জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
তিনি জানান, গত বৃহস্পতিবার ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফ্যালকন অঙ্গরাজ্যের আমুয়ে এবং কার্ডন তেল পরিশোধনাগারের কাছে নজরদারি করার সময় ওই মার্কিন গুপ্তচরকে আটক করা হয়।
মাদুরো বলেন, ওই ব্যক্তি একজন মেরিন সদস্য। তিনি সিআইএ’র হয়ে কাজ করছিলেন। বিশেষায়িত অস্ত্র এবং ডলারসহ বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে তিনি ধরা পড়েছেন।