কুমির পিলপিলের চারটি ছানা
২০১৭ থেকে ২০১৯ সাল—এই তিন বছরের সব চেষ্টা ব্যর্থ হয়। চতুর্থ বছরে এসে ডিম থেকে বাচ্চা ফুটল। বাগেরহাটে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে তিন বছর পর কুমিরের চারটি ছানা ফুটেছে। যে কুমিরটির ডিম থেকে ছানাগুলো ফুটেছে, সেটির নাম পিলপিল।