![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fcfbb3278-f0b5-441a-b8b0-814b2eaff935%252FHAIRCUT071915.png%3Frect%3D0%252C0%252C650%252C341%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
চুলের ছাঁটে খুশি হয়ে ৬০ হাজার রুপি
তরুণ রোহিদাস পেশায় নরসুন্দর। অন্যের দোকানে কাজ করে হাত পাকিয়েছেন। কিন্তু পুঁজি না থাকায় নিজের একটি সেলুন দাঁড় করাতে পারছিলেন না তিনি। সাহস করে একদিন চলে গেলেন মন্ত্রীর কাছে। মনের কথা খুলে বললেন তাঁকে।
মন্ত্রীও তাৎক্ষণিক রোহিদাসের দক্ষতা যাচাইয়ের সিদ্ধান্ত নিলেন। চুল কাটতে বললেন তাঁকে। রোহিদাস কাজে লেগে পড়লেন। শেষে চুলের ছাঁট মন্ত্রীর এতটাই পছন্দ হলো যে সঙ্গে সঙ্গেই রোহিদাসকে ৬০ হাজার রুপি দিয়ে দিলেন।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্দোয়া জেলার গুলাইমাল এলাকায় গত বৃহস্পতিবার। রোহিদাস ওই এলাকারই বাসিন্দা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পুরস্কার
- চুল কাটা
- নরসুন্দর