MeToo: 'সাজিদ খান আমাকে ওর সামনে নগ্ন হতে বলেছিল!'
হলিউড থেকে মিটু আন্দোলনের ঝড় এসেছিল বলিউডেও। তার রেশ ফিরিয়ে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করলেন ভারতীয় মডেল পওলা। ফের মিটু তীরে বিদ্ধ বলিউড পরিচালক সাজিদ খান। নাবালিকা মডেল-অভিনেত্রীকে ছবিতে কাজ পাইয়ে দেওয়ার নামে নগ্ন হওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে।
২০১৮ সালে বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন বলিউডে একাধিক অভিনেত্রী,মডেল। সেই সময় মিটু আন্দোলনের ঝড় হলিউড থেকে আছড়ে পড়েছিল আবর সাগর পারেও। মিটু অভিযোগের জেরে সেই সময় হাউজফুল ৪ ছবির পরিচালকের আসন থেকে বাদ দেওয়া হয় সাজিদ খানকে। তারপর থেকে জনসমক্ষে সেভাবে দেখা মেলেনি ৪৯ বছর বয়সী এই পরিচালকের। নতুন করে পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে ফের একবার বিতর্ক উস্কে দিলেন এই ভারতীয় মডেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.