রিয়ার জামিন খারিজ হল কেন? শিয়রে শমন বলিউডের ২৫ সেলেবের!
আদালতে রিয়া বলেছিলেন জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে তাঁর থেকে। কিন্তু শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় জিজ্ঞাসাবাদের সময় রিয়া স্বেচ্ছায় নিজের দোষ কবুল করেছেন। সে সময় এনসিবি’র হেফাজতে ছিলেন না রিয়া। তাই কোনও ভাবেই যেন তাঁর জামিনের আবেদন গ্রহণ না করে আদালত।
অন্য দিকে একটি সূত্র থেকে জানা যাচ্ছে এনসিবি’র জিজ্ঞাসাবাদের সময় রিয়া মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে যে ২৫ জন বলি সেলেবদের নাম উল্লেখ করেছিলেন তাঁদের খুব শীঘ্রই সমন পাঠাচ্ছে এনসিবি। শোনা যাচ্ছে, শুধু অভিনেতাই নন, ওই ২৫ জনের মধ্যে নাম রয়েছে পরিচালক-প্রযোজক থেকে শুরু করে বলিউডের বেশ কিছু নামদামী ব্যক্তিত্বর। কেঁচো খুড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ার সময় কি আগত? শঙ্কায় বলিউড!