মসজিদে বিস্ফোরণের দায় সরকার এড়াতে পারে না: ইসলামী আন্দোলন
নারায়ণগঞ্জে বিস্ফোরণের জন্য তিতাস গ্যাস কোম্পানিকে দায়ি করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, ‘তিতাস গ্যাসের দুর্নীতিবাজদের অবৈধ দাবি পূরণ না করার কারণে গ্যাস লিকেজ মেরামত না করে অবহেলা করায় এ দুর্ঘটনা ঘটেছে। সরকার এর দায়ভার কিছুতেই এড়াতে পারবে না।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তির দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি একথা বলেন।মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘মুসল্লি হত্যার দায়ে তিতাসে দুর্নীতিবাজদের কঠোর শাস্তি দিতে হবে। সরকারের প্রতিটি সেক্টর দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সরকার নিজেও দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।