লাশকাটা ঘর। ভয়ে সাধারণ মানুষ আশপাশেও যেখানে যায় না, সেই লাশকাটা ঘরেই যদি চুরির ঘটনা ঘটে, তবে তা সবাইকে অবাক করবে নিঃসন্দেহে। এমন অবাক করা ঘটনা ঘটেছে ঝালকাঠিতে। সদর হাসপাতালের লাশকাটা ঘরটি শহরতলীর ব্রাকমোড় এলাকায় অবস্থিত। সেখান থেকেই মর্গের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি ধরা পড়ে।
লাশকাটা ঘরের দায়িত্বরত পলক ডোম জানান, দেড়মাস পর শুক্রবার লাশকাটা ঘরে যান তিনি। সকালে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য লাশকাটা ঘরে আনা হয়। কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় দরজা ভাঙা। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুড়ি ও কুড়ালসহ সব সরঞ্জামই চোর চুরি করে নিয়ে গেছে চোর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.