নতুন গার্দিওয়ালার খবর দিলেন বার্সার প্রেসিডেন্ট প্রার্থী

সমকাল এফসি বার্সেলোনা প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৮

আগামী মার্চে অনুষ্ঠিত হবে বার্সেলোনার বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে অংশ নিতে চাওয়া অনেকেই এরই মধ্যে সংবাদ মাধ্যমের দৃষ্টি কাড়ছেন। কারণ দুটি। প্রজেক্ট নেই বলে মেসির বার্সা ছাড়তে চাওয়া এবং বার্সার বর্তমান প্রেসিডেন্ট মারিও বার্তামেউয়ের ব্যর্থতা।

আগামী নির্বাচনে বার্সার প্রেসিডেন্ট হতে চাওয়া তেমনই একজন লুইস ফার্নান্দেজ। তিনি প্রেসিডেন্ট হলে বার্সায় নতুন গার্দিওয়ালাকে আনবেন বলে জানিয়েছেন। বলেছেন বার্সাকে আবার গ্রেট দলে পরিণত করবেন।

সেই নতুন গার্দিওয়ালা হলেন গার্সিয়া পিমেয়েন্টা। বার্সেলোনার মূল দলে তিনি খেলেছেন মাত্র একটি ম্যাচ। স্পেনের হয়ে কোন ম্যাচ খেলা হয়নি তার। ক্লাব ক্যারিয়ারও সেভাবে দাঁড়ায়নি। এখন দাঁড়ায়নি তার কোচিং ক্যারিয়ারও। বার্সার একাডেমি দলকে কোচিং করিয়েছেন গার্সিয়া। এখনও সেটাই করছেন। তাকেই ফার্নান্দেজ মনে করছেন নতুন গার্দিওয়ালা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও