আজ সেই বিভীষিকাময় নাইন ইলেভেন
আজ ১১ সেপ্টেম্বর। দুনিয়া কাঁপিয়ে দেয়া একদিন। তার ১৯তম বছরে সে দিনের স্মৃতিচারণ করে ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম লিখেছে, '১০২ মিনিটই চিরদিনের মতো বদলে দিয়েছিল আমাদের জীবন।'
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল কায়েদা হামলা চালিয়ছিল যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।
ওই হামলায় মৃত্যু হয় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের ৩০০০ নাগরিকের। আহত হোন ৬০০০-এরও বেশি মানুষ। টুইন টাওয়ার হামলা গোটা বিশ্বের সন্ত্রাসের বিরুদ্ধে নেওয়া স্ট্র্যাটেজিতে বদলে দিয়েছিল। তারপর থেকেই সন্ত্রাস মোকাবিলায় আরও বেশি করে সক্রিয় ও একজোট হয় বিভিন্ন দেশ।