নারী ফুটবলার খেলবেন পুরুষ দলের হয়ে!
শিরোনাম দেখে অবাক হচ্ছেন নিশ্চয়ই। তবে সত্যিই এমন ঘটনা ঘটতে যাচ্ছে। নারী হলেও, এবার পুরুষদের একটি ক্লাবে যোগ দিয়েছেন জাপানি ফুটবলার ইউকি নাগাসাতো। নাগাসাতোর কীর্তি অনেক। ২০১১ সালে জাপানকে বিশ্বকাপ জিতিয়েছেন। পরের বছর অলিম্পিকে জিতেছেন রৌপ্যপদক।
৩৩ বছর বয়সী জাপানি ফরোয়ার্ড খেলতেন যুক্তরাষ্ট্রের শিকাগো রেড স্টার্সের হয়ে। সেখান থেকেই এবার যোগ দিলেন নিজ দেশ জাপানের পুরুষদের ক্লাব হায়াবুসা ইলেভেনে। যদিও চুক্তিটা এখনো পাকাপাকি হয়নি। আপাতত ধারেই খেলবেন নাগাসাতো।
নিজ দেশে ফিরেছেন। খেলবেন পুরুষদের বিপক্ষে। নতুন চ্যালেঞ্জ নিতে এবং মাঠে নামতে উন্মুখ হয়ে আছেন ইউকিও।