You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাজ্যে শাহ আবদুল করিম স্মরণ উৎসব কাল

ফিরোজ আহমেদ বিপুল প্রথমবারের মতো বিদেশের মাটিতে ১১তম ‘শাহ আবদুল করিম স্মরণ উৎসব’ আয়োজিত হতে যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বিলেতের শিল্পীদের গানে ও কথায় মুখরিত হবে এই স্মরণ উৎসব। অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামের তার উত্তরাধিকার বাউল শিল্পীরা। এছাড়াও কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় লোক গানের দল ও আবদুল করিমের ভাবশিষ্য কালিকাপ্রসাদের দল দোহার। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন থিয়েটারকর্মী ও টিভি থ্রির জনপ্রিয় উপস্থাপক জয় দেব দুলু। সঙ্গে আরও থাকছেন উপস্থাপক, গীতিকার ও কবি জাহাঙ্গীর রানা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন