
ছুটির দুপুর জমবে লাউ পাতা ভেটকিতে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৮
বাঙালির ছুটির দুপুর মাছ ছাড়া যেন বিস্বাদ। মাংস তো থাকাই চাই পাতে। তবে সাইড ডিশ হিসেবে মাছের একটি পদ থাকতেই হবে। মাছের ঝোল, ভুনা তো অন্যদিন খাওয়াই হয়। আজ না হয় করে নিন লাউ পাতায় ভেটকি। ছুটির দুপুরের খাওয়া একেবারে জমে যাবে।