আমাজনে আদিবাসীদের তীরের আঘাতে ব্রাজিলিয়ান কর্মকর্তার মৃত্যু
আমাজন বনে আদিবাসীদের তীরের আঘাতে রিয়েলি ফ্রান্সিসকাতো নামের এক ব্রাজিলিয়ান কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত রিয়েলি ফ্রান্সিসকাতো ব্রাজিল সরকারের আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাইয়ের হয়ে কাজ করতেন বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী রিয়েলি ফ্রান্সিসকাতো বুধবার ব্রাজিলের রোন্ডোনিয়া রাজ্যে আমাজনের গহীনে অবস্থিত একটিয়া গ্রামে যান। সেখানেই জনবিচ্ছিন্ন 'কাউটারিও রিভার আইসোলেটেড গ্রুপ' নামের আদিবাসী গোষ্ঠীর কয়েকজন সদস্যের হামলার পর তীর বিদ্ধ হয়ে মারা যান তিনি।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- মৃত্যু
- তীর
- আদিবাসী
- কর্মকর্তা