কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


প্রত্যাশার এক বিনিদ্র আশ্রয়

‘মেঘের মাথায় রোদ ঝলসায়, মেঘভাঙা/ রোদের মুখের দিকে চোখ রেখে/ হেঁটে যাই, হেঁটে যেতে চাই/ যেখানে স্বপ্নের শেষ কলকণ্ঠ ভোরের নদীতে।’ সৃষ্টিশীল মানুষের স্বপ্ন গভীর ও বিস্তৃত। স্বপ্নডানায় তিনি যুগযন্ত্রণার আঁধার পেরিয়ে পৌঁছাতে চান সাধনালব্ধ কাঙ্ক্ষিত জগতে, যাকে আমরা ভোর বলি। সেই স্রষ্টা যদি হন ৯১টি বসন্ত পার হয়ে আসা জাতির এক শ্রেষ্ঠ সন্তান, তাহলে বলাই যায়, জীবনের পরিধির মতো স্বপ্নছোঁয়ার আকাঙ্ক্ষাও তাঁর দীর্ঘ। তিনি ‘পূর্ণতার শুদ্ধ লক্ষ্যে’ সত্যিকারের সাধনার এক জগৎ গড়ে তুলেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন