![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/10/4c988f72cf96df67ad1a3295934eb09e-5f5a4ac21fa3d.jpg?jadewits_media_id=687864)
হকারির টাকায় কিনেছেন বই, দিতে চান পাঠাগার
চোখে-মুখে অভাব অনাটনের ছায়া। ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে কখনও তিলের খাজা, কখনও ঝুরি ভাজা, কখনও হাতপাখা-রুমাল, আবার কখনও কলা কিংবা অন্যান্য ফলমূল ফেরি করে বিক্রি করেন। হতদরিদ্র মানুষটি শেষ কবে নিজের গায়ের পোশাক কিনেছেন তাও বলতে পারেন না। প্রাইমারি পর্যন্ত লেখাপড়া করলেও অভাব...