নীলার উপকারিতা, কারা ধারণ করতে পারবেন

আরটিভি প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৭

নীলা একটি মহারত্ন। এটি নীল আভাযুক্ত স্বচ্ছ উজ্জ্বল রত্ন। নীলা শীতল, স্বাদহীন, শুষ্ক রত্ন। আরবীতে একে কবুদ বলে। সংস্কৃতিতে একে নীলকান্তমণিও বলা হয়। কয়েক প্রকার নীলার মধ্যে ইন্দ্রনীল বর্ণর নীলা,অপরাজিতা নীলা, পীতাম্বরনীলা, গঙ্গাজল নীলা ,স্টার নীলা ও রক্তমূখী নীলার নাম আমরা শুনতে পাই। তবে পদ্ম নীলা বলে যে নীলা রয়েছে আসলে তা নীলা গোত্রের নয় এটিকে ইংরেজীতে এমেথিষ্ট ও বাংলায় সন্ধ্যামণি বলা হয়।

উজ্জ্বল নীল আভাযুক্ত নীল রং এর নীলাই শ্রেষ্ঠ। নীলা কোরানডাম শ্রেণির রত্ন। কোরানডাম হলো সেই রাসায়নিক সংমিশ্রণ যাতে এ্যালুমিনিয়াম অক্সাইড থাকতে হবে।

উপাদান এ্যালুমিনিয়াম অক্সাইড ও বকসাইট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও