কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একাদশে ভর্তি নীতি না মানলে এমপিও বাতিল

প্রথম আলো প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৯:০০

গত ৯ আগস্ট শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। ভর্তিপ্রক্রিয়ার সব কটি ধাপ শেষ হওয়ার পর ১৩ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হবে। একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি ফির সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব–কমিটি এ ফি নির্ধারণ করে দিয়েছে। ভর্তি নীতিমালা না মেনে শিক্ষার্থী ভর্তি করালে সেই কলেজের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজের এমপিওভুক্তি বাতিল করা হবে। আর সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব–কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের কলেজে ভর্তিপ্রক্রিয়া শুরুর আগেই বেসরকারি কলেজের ভর্তি ফিসহ মাসিক বেতন ও যাবতীয় খরচের বিষয়ে অবহিত হয়ে সংশ্লিষ্ট কলেজে ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও