বঙ্গবন্ধু বলেছিলেন- বাঘা যতীনদের সংগ্রাম আমরা সম্পন্ন করেছি
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রধান দুই ধারা- মহাত্মা গান্ধীর নেতৃত্বাধীন অহিংস অসহযোগ আন্দোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ও অগ্নিযুগের বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামের ধারার সমন্বয় করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭১ এর মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় বিজয় অর্জন করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালের ১ থেকে ২৫ মার্চ পর্যন্ত অহিংস অসহযোগ আন্দোলনের সাফল্যের যেমন কোনো দ্বিতীয় নজির নেই; তেমনি প্রবল পরাক্রমশালী পাকিস্তানি নৃশংস বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন করাও ছিল বিশ্বের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের এক অতুলনীয় ঘটনা। মুক্তিযুদ্ধে বিজয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন- বাঘা যতীন, সূর্য সেনরা স্বাধীনতার যে সংগ্রাম আরম্ভ করেছিলেন, আমরা তা সম্পন্ন করেছি।’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দক্ষিণ এশিয়া উপমহাদেশের বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের মহান শহীদ বাংলাদেশের কৃতি সন্তান অগ্নিযুগের বিপ্লবী বাঘা যতীনের ১০৫তম মৃত্যুবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.