লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই বিদ্যালয়ের ভবন ভেঙে নেওয়ার অভিযাগ উঠেছে ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, উপজেলার ভোলাকোট ইউনিয়নের শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পাকা ভবন নিলাম ছাড়াই ভেঙে মালপত্র আত্মসাৎ করেছেন ওই চেয়ারম্যান।
গত বুধবার দুপুরে সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পুরোনো ভবনটির ৯৫ শতাংশ ভেঙে ফেলা হয়েছে। কয়েকজন শ্রমিক ভাঙার কাজ করছিল। অন্যদিকে ট্রলিতে পুরোনো ভবনের ইট তুলছেন কয়েকজন শ্রমিক। ইট কোথায় নেওয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে ট্রলি শ্রমিকরা বলেন, জাহিদ চেয়ারম্যানের নির্দেশে ইট নিচ্ছে তারা। শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় একজন লোক এসে তার মোবাইল ফোন এগিয়ে দিয়ে বলেন, জাহিদ ভাই আপনাদের সঙ্গে কথা বলবে। ফোন কানে ধরতেই চেয়ারম্যান বলেন, কাজটি আমিই করছি, আপনারা সাংবাদিক বলে সব জায়গায় যেতে হবে নাকি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.