ডিসেম্বর-জানুয়ারিতে আসছে পারে গ্লোবের করোনা ভ্যাকসিন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:০৬
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে করোনার ভ্যাকসিন বাজারে আসবে বলে জানিয়েছেন গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ। বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, আমাদের অ্যানিমেল ট্রায়ালে যে আশা করছিলাম, সে রকমই পাচ্ছি। চলতি মাসের মধ্যেই হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করব।
ডা. আসিফ মাহমুদ বলেন, চলতি মাসের মধ্যে আমরা হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করব। এরপর বিএমআরসি (বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল) কত দ্রুত আমাদের অ্যাপ্রুভাল দেবে, আমাদের প্রটোকল অনুযায়ী সবকিছু যদি হয় তাহলে বলতে পারি চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে আমরা ভ্যাকসিন বাজারে আনতে পারব।