কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় ভারতে চাকরি হারালো দুই কোটি মানুষ

আরটিভি দিল্লি, ভারত প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ২০:২১

ভারতে দুই কোটি ১০ লাখ মানুষ এপ্রিল থেকে আগস্ট এই পাঁচ মাসে চাকরি হারিয়েছেন। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) নামের একটি পরামর্শক সংস্থার পরিসংখ্যানে করোনাকালে বিপুলসংখ্যক মানুষের কর্মহীন হয়ে পড়ার এ চিত্র উঠে এসেছে।

সমীক্ষায় দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছর শেষে ভারতে চাকরিজীবী সংখ্যা ছিল আট কোটি ৬০ লাখ। আগস্টে তা নেমে এসেছে ছয় কোটি ৫০ লাখে।
অবশ্য এজন্য যে শুধু করোনা মহামারিজনিত লকডাউনই দায়ী, তা নয়। মহামারি দেখা দেয়ার আগে থেকেই ভারতের অর্থনৈতিক অবস্থা খারাপ যাচ্ছিল। করোনা তাতে ভালোই আঁচড় কেটেছে। চার দশকের মধ্যে জিডিপির আকার সবচেয়ে বেশি সঙ্কুচিত হয়েছে। আর তাতে কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে ব্যাপক হারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও