কুমিল্লায় ব্যবসায়ী হত্যা: ধরাছোঁয়ার বাইরে কাউন্সিলর আলমগীরসহ ৭ আসামি
কুমিল্লা নগরীতে মসজিদ থেকে টেনে বের করে প্রকাশ্যে ব্যবসায়ী আক্তার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনার ২ মাস পার হয়েছে। এখনও ওই ঘটনার মূল হোতা কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কাউন্সিলর আলমগীর হোসেনসহ ৭ আসামি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহত ব্যবসায়ী আক্তার হোসেনের স্বজনরা।
ওই ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত ১০ জুলাই শুক্রবার জুমার নামাজের পর নগরীর কোটবাড়ি সড়কের চাঙ্গিনি মোড় এলাকায় কুসিকের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের নেতৃত্বে ব্যবসায়ী আক্তার হোসেনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। ওই ঘটনায় কাউন্সিলর আলমগীরসহ ১০ জনকে আসামি করে মামলা করেন নিহত ব্যবসায়ী আক্তারের স্ত্রী রেখা বেগম। এ ঘটনায় হত্যাকাণ্ডের দিনেই তিনজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ। তবে এখনও গ্রেফতার হয়নি মামলার প্রধান আসামি কাউন্সিলর আলমগীর হোসেন। আলমগীর কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। এ ঘটনার কারণে গত ২৪ জুলাই তাকে যুবলীগ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। এ মামলার অন্য আসামিরা হলেন- কাউন্সিলরের ভাই আমির হোসেন, বিল্লাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, তোফাজ্জল হোসেন, গুলজার হোসেন, গুলজার হোসেনের ছেলে নাজমুল ইসলাম আলিফ, নাজমুল ইসলাম তানভীরসহ ১০ জন।