You have reached your daily news limit

Please log in to continue


ফেসবুকে কেউ আনফ্রেন্ড করলে জানবেন যেভাবে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ আনফ্রেন্ড করলে টেরই পাওয়া যায় না। কারণ এ বিষয়ে কোনো নোটিফিকেশন পাঠায় না ফেসবুক। তবে গুগল ক্রোমের ডেস্কটপ ভার্সনের মাধ্যমে তা জানা সম্ভব। ফেসবুকে কেউ আনফ্রেন্ড করলে জানবেন যেভাবে– ১. প্রথমে গুগল ক্রোমে প্রবেশ করুন। ২. ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ ক্লিক করে ‘সেটিংস’ অপশন-এ যান। ৩. ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন। ৪. পেইজের একেবারে নীচে ‘গেট মোর এক্সটেনশনস’ অপশনে ক্লিক করুন। ৫. সার্চ বক্স-এ লিখুন ‘unfriend finder’। এবার সার্চ রেজাল্টে ঠিক অপশনটির পাশে ‘অ্যাড টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন। এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার ব্রাউজারে।  ৬. এবার ক্রোম ব্যবহার স্বাভাবিকভাবে ফেসবুকে লগ ইন করুন। ৮. একেবারে ডান দিকের উপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন। এই এক্সটেনশন দেখিয়ে দেবে, কে আপনাকে আনফ্রেন্ড করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন