বরিশালে সড়ক ও খাল সংস্কারের দাবীতে বাসদের বিক্ষোভ
বরিশাল নগরীর সড়ক, ড্রেন ও খাল সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সড়ক, ড্রেন ও খাল সংস্কারের দাবিতে ১৫ দিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর ভাটিখানা বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, বরিশাল নগরীর ৯০ ভাগ সড়ক চলাচলের অনুপোযোগী। বরিশাল সিটি মেয়রের দুই বছরের ক্ষমতাকালে এসব সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। তাছাড়া ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, মরে গেছে খালগুলো। যার ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।