![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F366eb852-00f0-4526-ac6b-c33ed6925596%252Fselenagomez_21042752_344538379335996_2828053668824088576_n.jpg%3Frect%3D0%252C44%252C1080%252C567%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সাবেক প্রেমিকদের ধারণা, সেলেনার ‘মাথায় সমস্যা’
প্রথম আলো
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৯
‘আমার সব সাবেক প্রেমিকেরই বিশ্বাস, আমার মাথায় সমস্যা আছে। এসব অনেক আগেই পেরিয়ে এসেছি। অনেকটা পরিণত হয়েছি। এসবে আমার এখন কিচ্ছু আসে যায় না। স্রেফ কোনো মানে নেই।’ একের পর এক নানা রঙের খবর হয়ে আসছেন সেলেনা গোমেজ। গান, সিনেমা, রান্না, ব্যবসা বা পুরোনো সম্পর্ক—বারবার তিনি চর্চিত হন বৈচিত্র্যময় সব আলাপ নিয়ে।