![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frab-1-20200910155210.jpg)
পুরান ঢাকায় নকল তারের কারখানায় অভিযান
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫২
রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে বিভিন্ন ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক তার ও ইলেকট্রিক পণ্য উৎপাদনের কারখানায় অভিযান চলছে। বৃহস্পতিবার দুপুরে এই অভিযান শুরু করে র্যাব। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে- নবাবপুরের কারখানায় নামি-দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল তার তৈরি করে বিক্রি হচ্ছে। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।
এর আগে গত ১৮ আগস্ট নবাবপুরে বিভিন্ন ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক তার ও ইলেকট্রিক পণ্য উৎপাদনের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫৫ লাখ টাকা জরিমানা করে র্যাব। এছাড়াও ছয়টি কারখানা ও দুই গোডাউন সিলগালা করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- কারখানায় অভিযান
- বৈদ্যুতিক