বগুড়ার শেরপুর উপজেলায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ১৭ দিন কারাগারে ছিলেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মনিরুজ্জামান প্লাবন (৩৫)। তিনি মাসের অর্ধেকটা সময় কারাগারে থাকলেও তাকে সাময়িক বরখাস্ত না করে পুরো মাসের বেতন-ভাতা দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলার খানপুর দহপাড়ার ওই প্রতিবন্ধী শিশুটিকে গ্রাম্য সালিশে ১৫ শতক জমি লিখে দিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়া হয়।
সালিশে নেতৃত্ব দেন একই গ্রামের বাসিন্দা ও খানপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মনিরুজ্জামান প্লাবন। পরবর্তীতে ধর্ষণের শিকার শিশুটির পরিবার থানায় মামলা করে। ওই মামলায় গত ৬ আগস্ট মনিরুজ্জামান প্লাবনকে গ্রেফতার করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। তিনি ১৭দিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.