![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F8b7b2ba6-2599-49b5-a471-8174e115208e%252Fipl.JPG%3Frect%3D0%252C0%252C758%252C398%26overlay%3Dprothomalo-bangla%252F2020-08%252F390c1d29-6fd8-4e69-8aa7-fda73fcc9fdb%252Fstamp_sports.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
চুরি করে বানানো হয়েছে আইপিএলের থিম সং?
আর মাত্র সপ্তাহখানেক সময় বাকি। এরপরই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে জমকালো টুর্নামেন্ট আইপিএল। ভারতের এই টি-টোয়েন্টি লিগ ক্রিকেটপ্রেমীদের কাছে ভীষণ সমাদৃত। তবে এবার আইপিএল শুরুর আগেই গুরুতর এক অভিযোগ উঠেছে। এবারের সংস্করণের অফিশিয়াল থিম সং নাকি চুরি করা!
কিছুদিন আগে অফিশিয়াল থিম সং ছেড়েছে আইপিএল কর্তৃপক্ষ। গত রোববার এক টুইটে এবার ১৩তম সংস্করণের থিম সংয়ের সঙ্গে সবাইকে পরিচিত করিয়ে দেয় তারা। এই গানে রয়েছে সাম্প্রতিক করোনা-কালের প্রতিচ্ছবি। ‘আয়েঙ্গে হাম ওয়াপস’ নামে এই গানের কথাগুলো করোনাভাইরাস মহামারি থেকে ঘুরে দাঁড়ানোর পক্ষে প্রেরণাদায়ক।